মোহাম্মদপুরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবাণিজ্যে জড়িত দুই গ্রুপের সংঘর্ষে আজ দুপুরে ছুরিকাঘাতে শাহ আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল আলিম জানান, নিহত কিশোর ওই ক্যাম্পেরই বাসিন্দা ছিলেন। ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিভিন্ন দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তিনি বলেন, 'আজ সকালে 'বুনিয়া সোহেল' গ্রুপের সঙ্গে 'পিচ্চি রাজা', 'সেলিম' ও 'পারমানু'র সমর্থকদের যৌথ গ্রুপের সংঘর্ষ শুরু হয়।'
বিকেল প্রায় ৩টার দিকে পিচ্চি রাজা, সেলিম ও পারমানুর নেতৃত্বাধীন গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ বুনিয়া সোহেল গ্রুপের সদস্য ওই কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ঘটনার পর যৌথ বাহিনী ক্যাম্পে অভিযান চালিয়ে কমপক্ষে তিনজনকে রামদা-সহ আটক করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।