সাংবাদিক তুহিন হত্যা মামলা: আদালতে এক আসামির স্বীকারোক্তি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আট আসামির মধ্যে এক আসামি নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক ওমর হায়দার তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন।
স্বীকারোক্তি দেওয়া আসামির নাম শাহজালাল (৩২)। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার আন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে।
জিএমপির পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সাংবাদিক তুহিন হত্যা মামলায় গত শনিবার ৭ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুর আড়াইটার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় শাহজালাল স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।'
তিনি আরও বলেন, 'জবানবন্দিতে শাহজালাল স্বীকার করেছেন যে তিনি সাংবাদিক হত্যায় সরাসরি জড়িত ছিলেন এবং এ ঘটনায় আর কারা কারা জড়িত ছিল তাও উল্লেখ করেছেন।'
আহসান উল্লাহ চৌধুরী জানান, অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। এছাড়া পুলিশ তাদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করেনি। এজন্য আদালত সকল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।