কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

কক্সবাজার ছেড়েছেন সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এনসিপির শীর্ষ নেতারা। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।
হোটেল কর্তৃপক্ষসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অপর চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গাড়িযোগে বান্দরবান ঘুরতে যান। তবে তারা রাতে সেখান থেকে হোটেলে ফেরেননি।
হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী বলেন, 'এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন।'
তবে রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন বলে জানান তিনি।
মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে যান এনসিপির শীর্ষ পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রী আয়শা খানম। এরপর শুরু হয় নানা গুঞ্জন। এই গুঞ্জনের মধ্যেই তারা উখিয়ার ইনানীস্থ সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।
বুধবার দুপুর পৌনে ১টায় এনসিপি নেতারা সী পার্ল হোটেল ছাড়েন। এরপ বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।
এনসিপি নেতাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে, সেখানে আগে থেকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গেছেন।
তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের খবরটি গুজব ও ভিত্তিহীন। তিনি বলেন, 'মিডিয়াতে পিটার হাসের সঙ্গে আমাদের মিটিংয়ের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।'
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরীও বলেন, কক্সবাজারে পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য নায়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিনও জানান, কক্সবাজারের সী পার্ল হোটেলে পিটার হাস নেই। পুরো হোটেলে মাত্র তিনজন চীনা নাগরিক আছেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় এই পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।