নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক: হুমায়ুন কবির

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তারেক রহমানের দেশে ফেরা দেরি হচ্ছে কেন- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, 'দেশে তার নিরাপত্তার ঝুঁকি ছিলো। এখনো সেই শঙ্কা ফেলে দেওয়া যাচ্ছে না। তবে তিনি দেশে ফিরবেন।'
আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হবেন বলেও জানান হুমায়ুন।
উল্লেখ্য, ১/১১-র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সে সময় তারেক লন্ডনে চলে যান। শুরু হয় তার নির্বাসিত জীবন। গত ১৭ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ এবং আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়।