ডাকসুর প্যানেল ঘোষণা করলো ইসলামী ছাত্র আন্দোলন

প্রথম ছাত্রসংগঠন হিসেবে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) 'সম্ভাব্য পূর্ণাঙ্গ' প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটি ডাকসুর কেন্দ্রীয় ২৮ টি পদে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলনের জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান নাহিয়ান।
প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত, জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান।
এছাড়া, এজিএস পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
তবে প্যানেল ঘোষণা করলেও জোটবদ্ধ নির্বাচন করার সম্ভাবনার কথাও বলেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, 'শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ প্যানেলের জন্য আলোচনার দরজা খোলা আছে। ইতোমধ্যে বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে। যদি আমরা মনে করি শিক্ষার্থীদের বৃহৎ কল্যাণে ঐক্যবদ্ধভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচন করলে ক্যাম্পাসের জন্য কল্যাণকর হবে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে প্রস্তুত আছি।'
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে আমরা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা অথবা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা; রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজড করা; নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত; শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া; গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি; ডিজিটাল লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা' অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রমগুলোকে আরও উন্নত ও সহজীকরণ; বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন; মেডিকেল ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সেলিং সেবা চালু; ক্যারিয়ার গাইডেন্স; ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত; প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়কে যথাযথ স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো এবং সব ছাত্রসংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাসহ সবাইকে সঙ্গে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দিচ্ছি।