নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টাদের কারো কারো খুবই মন খারাপ: হাফিজ

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যদের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন।
তিনি বলেন, 'দুই-একটি রাজনৈতিক দল; যাদের জনসমর্থন নাই, এদের মধ্যে কেউ কেউ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা জানে জনগণ তাদের ভোট দিবে না। সেজন্য তাদের মন খুবই খারাপ। নির্বাচন না হলেই ভালো ছিল। তারা গত একবছর নির্বাচনের স্বাদ কিছুটা উপভোগ করতে পেরেছে। তারা চেয়েছিল, এইবছর এইভাবে তারা দিন কাটিয়ে দিবে।'
৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এ বিজয় র্যালি আয়োজন করে।
এসময় তিনি বলেন, 'কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবেন। নির্বাচনের তারিখ ঘোষণা করে তিনি তার কথা রেখেছেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।'
তিনি বলেন, 'ড. ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ কেউ বলার চেষ্টা করেছে, তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে, কেউ কেউ বলার চেষ্টা করেছেন ইউনূস সাহেবের সরকার যতদিন দরকার চলুক, আর নির্বাচিত সরকারের প্রয়োজন নাই। তাদের কারো কারো মতে, রাজনৈতিক দল এই দেশকে ধ্বংস করেছে। সুতরাং তাদের আর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ নাই।'
তিনি আরও বলেন, 'আমরা বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদগ্রিব ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে তাহলে এদেশের উন্নয়ন হবে না।'
হাফিজ বলেন, '১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে আমরা সারাদেশে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলাম। তখন আমরা যদি সৈনিকরা, ছাত্ররা পাকবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে অস্ত্র না ধরতাম তাহলে আজও এই দেশ স্বাধীন হতো না।'
তিনি বলেন, 'একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সরকার। যখন এই আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। অবশেষে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছি।'
তিনি আরও বলেন, 'বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, আমরা দায়িত্ব পালন করব।'
হাফিজ বলেন, 'এই দল জিয়াউর রহমানের দল, বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক অনুসারী একটি রাজনৈতিক দল। আমরা জনকল্যাণের জন্য রাজনীতি করি।'
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আওয়ামী লীগের পতন কেন হয়েছিল আপনারা দেখেছেন। এই স্বৈরশাসনের পতন ঘটেছে দুর্নীতির কারণে, ভুয়া নির্বাচনের কারণে, অর্থসম্পদ লুট করার কারণে এবং জনগণের ওপর; বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর, সাধারণ মানুষের ওপর অত্যাচারের কারণে তাদের এই পতন ঘটেছে।'
তিনি আরও বলেন, 'জনগণের সমর্থন নিয়ে জিয়াউর রহমানের দল আবার রাষ্ট্রক্ষমতায় যাবে, কিন্তু আমাদের ওপর অনেক দায়িত্ব। আমাদের সবাইকে সৎ থাকতে হবে, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি, আমাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। এ কথাটা আপনারা সবাই মনে রাখবেন।'
হাফিজ বলেন, 'আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ মানুষের কল্যাণের জন্য বিএনপির সমস্ত নেতা-কর্মীরা কাজ করবেন।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।