বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ৩ দিনের রিমান্ডে

অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই কে. এম মফিজুর রহমান আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খায়রুল বাশারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খায়রুল বাশার বাহার ১১ জন ব্যক্তির কাছ থেকে মোট এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ১ জুন গুলশান থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে, গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানাধীন রোড নম্বর-৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।