জেল থেকেই ভার্চুয়ালি হবে জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের মামলার শুনানি

জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মামলায় আসামিদের নিরাপত্তার স্বার্থে কারাগারেই রেখে ভার্চুয়ালি মামলার শুনানি চলবে—এমন আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
তিনি বলেন, 'এখন থেকে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসীসহ ঝুঁকিপূর্ণ আসামিদের আর সশরীরে আদালতে হাজির করা হবে না। তাদের কারাগারে রেখেই ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে শুনানি হবে। এতে সরকারের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও কমবে। অচিরেই এ পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।'
বিচারকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন এজলাসে চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিপুল সংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে করে আদালতে আনা-নেওয়া করতে হয়।
এসব আসামিদের মধ্যে রয়েছেন জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযুক্ত এবং দুর্নীতির মামলার আসামিরাও। তাদের আদালতে হাজির করতে গিয়ে প্রায়ই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হয়। অনেক সময় জনরোষের মুখে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়, যা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়।
এই পরিস্থিতি এড়াতে উচ্চ আদালতের নির্দেশনায় অডিও, ভিডিও কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ ও শুনানির সুযোগ রাখা হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী বিচারকার্য এগিয়ে নিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৮ নম্বর এজলাসকে ডিজিটাল কোর্টরুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।