আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে ৩০ আসামির বিচার শুরু

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (৬ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
মামলায় গ্রেপ্তারে থাকা ছয় আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
এই ছয়জনের কাছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন এবং ৩০ আসামির সবার বিরুদ্ধেই অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন।
এ মামলায় প্রসিকিউশনের 'ওপেনিং স্টেটমেন্ট' (সূচনা বক্তব্য) ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
তালিকাভুক্ত ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম চলবে।
গত ৩০ জুন ছাত্র আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় পলাতক থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে, আবু সাঈদ হত্যায় তৎকালীন ভিসি হাসিবুরসহ ৩০ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়।
গত বছরের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।