বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে কোনো আপত্তি নেই: আমীর খসরু

বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'জুলাই ঘোষণাপত্রে বিএনপির পক্ষে থেকে অসুবিধার কিছু দেখছি না। একটা ঘোষণা দেওয়া। বিগত দিনের প্রেক্ষাপটে দেশে একটা ঘটনা ঘটেছে, তার একটা স্বীকৃতি দেওয়া হলো।'
তিনি আরও বলেন, 'স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, সেসব ঘটনা এখানে চলে এসেছে। সব ঘটনার একটা স্বীকৃতি দেওয়া হলো।'
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশবাসীর মধ্যে একটা প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন, 'সেই ঘোষণাপত্র আজ ঘোষণা হয়েছে।'