মানিক মিয়ায় চলছে ‘৩৬ জুলাই উদযাপন’ বর্ণাঢ্য অনুষ্ঠান; বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ (৫ আগস্ট)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই দিনটি নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচক হিসেবে পালিত হচ্ছে।
এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে '৩৬ জুলাই উদ্যাপন' শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান। রাজধানীর নানা প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন উৎসাহ-উদ্দীপনা নিয়ে।
দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শুরু হয় সাইমুম ও কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল আকর্ষণ হিসেবে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠান শুরুর আগে দেখা গেছে, সাধারণ মানুষ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছেন। তারা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার দাবি করছেন। পাশাপাশি বর্তমান সংবিধান বাতিল এবং দৃশ্যমান সংস্কার ছাড়া আগাম নির্বাচন চান না বলেও জানাচ্ছেন স্লোগানের মাধ্যমে।
সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রতিটি অনুষ্ঠান আমরা সফলভাবে শেষ করতে সহযোগিতা করেছি। আজকের অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করি।' তিনি জানান, রাজধানীজুড়ে র্যাবের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব সক্ষম।
দিনভর অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ও ব্যান্ড সংগীত পরিবেশন করছে।
দুপুর ২ টার পরে অনুষ্ঠিত হবে 'ফ্যাসিস্ট এর পলায়ন উদযাপন' নামের একটি বিশেষ পরিবেশনা। এরপর পারফর্ম করবে সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ থাকবে বিকেলে ''জুলাই ঘোষণাপত্র' পাঠ। এর পরপরই মঞ্চে উঠবে বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর, পারশা ও এলিটা করিম।

অনুষ্ঠানের শেষ অংশে থাকবে বিশেষ ড্রোন ড্রামা 'ডু ইউ মিস মি, রিটেন বাই দ্য এনোনিমাস' এবং আর্টসেল-এর পরিবেশনা।
এদিকে মানিক মিয়া অ্যাভিনিউসহ জাতীয় সংসদ ভবন এলাকা দিয়ে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
ডিএমপি বলছে, দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। অনুষ্ঠান চলাকালীন মানিক মিয়া অ্যাভিনিউয়ে (খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত) যানবাহন চলাচল করানো সম্ভব হবে না। এ অবস্থায় ঢাকাবাসীকে কিছু এলাকার নিকটবর্তী সড়ক এড়িয়ে চলাচল করার জন্য এবং কিছু পয়েন্টে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।