সাবেক যুগ্ম সচিব বিকাশ সাহা ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, বিকাশ কুমার সাহা এবং অন্যদের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ, অপরাধমূলক অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
গোপন ও বিশ্বস্ত সূত্রের কথা উল্লেখ করে দুদক জানায়, বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা দেশ ছাড়লে চলমান অনুসন্ধান কার্যক্রম বিঘ্নিত হতে পারে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ যাত্রা রোধ করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় বিকাশ কুমার সাহা ছিলেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। পরে ২০১১ সালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) হিসেবে পদায়ন করা হয়। সর্বশেষ, ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর ১০ মার্চ তিনি আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।