ছাত্রদলের সমাবেশে ব্যানার-প্ল্যাকার্ড নিষিদ্ধসহ ৬ নির্দেশনা

আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। 'জুলাই গণঅভ্যুত্থান স্মরণে' মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য ছয় দফা নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব নির্দেশনা দেন।
শুক্রবার (১ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে,
সমাবেশে কোনো ধরণের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।
কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে।
কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পথে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করতে হবে।
সমাবেশের দিন ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা নিষিদ্ধ।
নির্ধারিত স্থান পরিষ্কার করে ইউনিটসমূহকে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।