নতুন চুক্তিতে কাফকোকে প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেবে কর্ণফুলী গ্যাস
নতুন স্বাক্ষরিত বিক্রয় চুক্তির আওতায় চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডকে (কাফকো) প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট হারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর পেট্রোবাংলার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির উদ্দেশ্য হলো—দেশের সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান কাফকোকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি-নির্ভর শিল্পগুলোর জন্য শক্তি সরবরাহ স্থিতিশীল করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ কাফকোর সার উৎপাদন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চুক্তি স্বাক্ষরের অংশ হিসেবে কেজিডিসিএল চেয়ারম্যান এস এম মঈন উদ্দিন আহমেদের কাছে দুটি চেক হস্তান্তর করেছে কাফকো। চেক দুটির একটি ৯২৩.৮১ কোটি টাকার গ্যাস বিলের বকেয়ার জন্য এবং অপরটি ৩৪.৩৭ কোটি টাকার ডিমান্ড চার্জ হিসেবে দেওয়া হয়েছে।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালাহউদ্দিন পেট্রোবাংলা চেয়ারম্যান মো. রেজানুর রহমানের কাছে ৬৩৪ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন বকেয়া পরিশোধের অংশ হিসেবে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন গ্যাস সরবরাহ বৃদ্ধির ফলে কাফকোর সার উৎপাদন সক্ষমতা বাড়বে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং আমদানিনির্ভরতা কমাবে।
চুক্তিতে কেজিডিসিএলের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানি সচিব কবির উদ্দিন আহমেদ এবং কাফকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সচিব মো. সাইফুল ইসলাম। এতে শিল্প মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বিসিআইসি, কাফকো ও কেজিডিসিএলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, এই চুক্তি দেশের শিল্পখাতের—বিশেষ করে কৃষিনির্ভর শিল্পের—উন্নয়নে জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
