অধ্যাদেশ অথবা গণভোটে জুলাই সনদের আইনিভিত্তি চায় জামায়াত
জুলাই জাতীয় সনদের খসড়ার বিষয়ে প্রথম প্রতিক্রিয়াতে বাংলাদেশ জামায়াত ইসলামী জানিয়েছে, সনদের আইনিভিত্তির জন্য অধ্যাদেশ অথবা গণভোট করতে হবে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ২১তম দিনের আলোচনায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়ে বলেন, সংলাপে যেসব বিষয়ে একমত হচ্ছি—সেগুলো বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে।
তিনি প্রস্তাব করেন, দুটি পথ—১. অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে তা অনুমোদন। ২. গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া।
তাহের বলেন 'এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আজকে তারা বলছে, এটা একটা নমুনামাত্র, ভুল হয়েছে। যদি সেটাই হয়, তাহলে মন্তব্যের দরকার নেই। তবে যদি সেটাই মূল কথা হয়, তাহলে একে গ্রহণ করা যাবে না।'
জামায়াত একটি খসড়া সনদ তৈরি করছে এবং সেটি কমিশনে জমা দেবে বলে জানান তাহের। তিনি বলেন, 'আমরা যেকোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দিতে চাই।'
তিনি জানান, তাঁরা ঐকমত্যের পক্ষে, কিন্তু সেটা হতে হবে কার্যকর এবং আইনি কাঠামোর মধ্যে দিয়ে। অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ 'অনিশ্চয়তার দিকে' চলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
