রংপুরে হিন্দু পাড়ায় হামলা: দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের উদ্যোগ

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতের কাজ আজ থেকেই শুরু হচ্ছে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার এখনো নিজ বাড়িতে অবস্থান করছে। ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর সংস্কারকাজ আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থেকে সব ধরনের সহায়তা দিচ্ছে।
পুলিশ সুপার মো. আবু সাইম জানান, হামলায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২২টি পরিবার বসবাস করত। বর্তমানে অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে থাকলেও নিরাপত্তার অভাবে কিছু নারী সদস্য স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, হামলার ঘটনায় দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। অপরাধে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ টহলে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার সম্প্রীতি রক্ষায় কাজ করছেন। প্রশাসনের প্রত্যাশা, ঘরবাড়ি মেরামতের পর ক্ষতিগ্রস্তরা দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
এর আগে বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের কিশোর রঞ্জন কুমার রায়ের বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মাইকে উস্কানি দিয়ে শনিবার রাত ও রবিবার বিকেলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।