খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার খবর সঠিক নয়: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফের লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (২৮ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, 'ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি।'
এর আগে গতকাল (২৭ জুলাই) রাত থেকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া ফের লন্ডনে যাচ্ছেন। এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, 'এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।'
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান টিবিএসকে বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই।'
গত ২৩ জুলাই মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
এর আগে চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। সঙ্গে দেশে আসেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।