সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাত, আটক ১

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই যাত্রার আগের রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট মহানগর কমিটির এক সংগঠককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে তৌফিক ওমর তানভীর (২১) নামের ওই সংগঠককে ছুরিকাঘাত করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারুফ আহমেদ (১৮) নামের ওই যুবককে আটক করা হয়।
তিনি সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নম্বর বাসার আনসার আলীর ছেলে।
আটকের বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আহত তানভীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।'
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, আজ শুক্রবার বিকেলে জুলাই পদযাত্রা নিয়ে সিলেট আসছে এনসিপি। বিকেলে সিলেট শহিদ মিনারে সমাবেশ করবে দলটি।
এদিকে, আজ শুক্রবার বিকেলে এনসিপি'র 'জুলাই পদযাত্রা' নিয়ে সিলেটে আসছে দলটি। বিকেলে শহীদ মিনারে সমাবেশ করার কথা রয়েছে।