তিউনিশিয়া থেকে দেশে ফিরলেন অবৈধ অভিবাসনকারী ১৯ বাংলাদেশি

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তিউনিশিয়ায় অবৈধ অভিবাসন করা ১৯ জন বাংলাদেশি নাগরিককে আজ সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ (২৪ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা অনিয়মিতভাবে তিউনিশিয়ায় অবস্থান করছিলেন। বেশিরভাগই ইউরোপে পাড়ি জমানোর আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে তিউনিশিয়ায় প্রবেশ করেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যাবাসনের পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এসময় অনিয়মিত পথে বিদেশ গমনের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করতে প্রত্যাবাসিতদের প্রতি অনুরোধ জানানো হয়, যেন তারা নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেন।
আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।
তিউনিশিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।