মাইলস্টোন দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ৫৬ জনের মধ্যে ১৩ জন আইসিইউতে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে।
হালনাগাদ তথ্যে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৬ জন আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ৯ জনই শিশু।
বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, রোগীদের তিনটি শ্রেণিতে ভাগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে—জটিল (ক্রিটিক্যাল), গুরুতর (সিভিয়ার) ও মধ্যম পর্যায় (ইন্টারমিডিয়েট)।
তিনি বলেন, "দগ্ধ রোগীদের অবস্থা হঠাৎ করেই ভালো বা খারাপ হয়ে যেতে পারে। তবে যেসব রোগী ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন, আমরা আশা করছি তারা দ্রুত সেরে উঠবেন।" রোগীদের প্রতি ১২ ঘণ্টা পরপর পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এখন পর্যন্ত মর্মান্তিক এই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।