মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধদের সহায়তায় ২৪ জুলাই ঢাকায় আসছে চীনের চিকিৎসক দল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত ও দগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে চীনের জরুরি চিকিৎসা দলের পাঁচজন দগ্ধ-সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স ঢাকায় আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে তারা আগামী ২৪ জুলাই (বুধবার) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তারা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ফেসবুক পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তারা বিজ্ঞপ্তিতে আরও জানায়, ঢাকায় পৌঁছানোর পর, এই বিশেষজ্ঞ দলটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন। সেখানে তারা দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তা ও মূল্যায়ন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে, গত সপ্তাহে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল প্রাঙ্গণে আছড়ে পড়ে। এতে পাইলটসহ স্কুলটির কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নিহত হন। ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।