মাইলস্টোনে অগ্নিদগ্ধদের চিকিৎসায় আজ রাতে সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক ও নার্স

গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তার জন্য আজ (মঙ্গলবার) রাতে সিঙ্গাপুর থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক ও দুইজন নার্স ঢাকায় আসছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউট ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক ও নার্সরা আগামীকাল থেকে স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে কাজ শুরু করবেন এবং দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা দেবেন।
সায়েদুর রহমান আরও জানান, বর্তমানে ইনস্টিটিউটে ৬৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, 'দশজন রোগী বর্তমানে আশঙ্কামুক্ত, দশজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও দশজনের অবস্থা মাঝারি পর্যায়ে রয়েছে।'
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজন শিক্ষক মারা গেছেন।