শিক্ষা সচিব জুবাইরকে প্রত্যাহার করল সরকার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর'র পদত্যাগের দাবির জেরে এ সিদ্ধান্ত নেয় সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
এ দিন দুপুরে সাইন্সল্যাবে সিটি কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান।
এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।