তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মার সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে স্বজনরা

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকে স্কুলটির শিক্ষার্থী সায়মাকে খুঁজছেন তার স্বজনরা।
সায়মা স্কুলটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর থেকেই সে নিখোঁজ।
সায়মাকে খুঁজতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা খালাতো বোন পারভীন ও তার স্বজনরা। যেই হাসপাতালেই যাচ্ছেন, সেখানেই তারা সবার কাছে সায়মার কথা জিজ্ঞাসা করছেন।
পারভীন একজন স্কুলশিক্ষক। আজ সোমবার বিকেলে উত্তরা আধুনিক হাসপাতালে সায়মার সন্ধানে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা হাসপাতাল থেকে তালিকা সংগ্রহ করেছি। কিন্তু কোথাও ওর (সায়মা) নাম পাইনি।

সায়মাকে খুঁজতে বার্ন ইনস্টিটিউটেও গিয়েছিলেন বলে জানান তিনি। বলেন, আমরা বার্ন ইনস্টিটিউটেও খোঁজ করেছি। সেখানেও পাইনি।
এ সময় সায়মার ছবি দেখিয়ে তিনি বলেন, আপনারা দয়া করে ওকে খুঁজে পেতে আমাদের সাহায্য করুন।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।