নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যেসময়ে বলা হয়েছে ঠিক সে সময় হবে। আপনারা দেখবেন একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট নির্বাচন হবে। আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোন অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি ঠিক করা হবে। লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে সবার জন্য। কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না, তার প্রতি কোনো অন্যায় করা হচ্ছে।
আজ শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্টে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা জানান।
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে। বুঝতে হবে-এখন সবাই কথাবার্তা বলছে, কেউ বয়কট করছে না। প্রতিদিন ভালো পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। অনেক দেশে এ ধরনের বিষয় নিয়ে দুই-তিন বছর লেগে যায়। সেখানে আমাদের দলগুলো যে ধরনের আন্তরিকতা দেখাচ্ছে, সে কারণে দ্রুত অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।
আটটি বিষয়ে ইতোমধ্যেই সবাই ঐকমত্যে পৌঁছেছে। সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে এখনো আলোচনা হয়নি। তবে খুব ভালো একটি রেজাল্ট আসবে এবং এরপর জুলাই সনদ-এ সবাই স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন শফিকুল আলম।
এ সময় তিনি আরও বলেন, দেখবেন, বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইবে। আমি বলব, অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি। এবারের তরুণ ভোটাররা নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহী থাকবে।
'দ্য নেক্সট ওয়েভ' প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।