গাজীপুরে কাভার্ড ভ্যান- সিএনজি সংঘর্ষ, নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একই পরিবারের তিনজন হলেন- বগুড়ার ধুনটের ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামাণিকের ছেলে মো. জাহিদুল ইসলাম এবং তার স্ত্রী ও ছেলে। এছাড়া সিএনজির আরেক যাত্রী নিহত হয়েছেন, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে যাত্রা করে ওই সিএনজিটি। পথে কালিয়াকৈরের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিএনজির যাত্রী জাহিদ এবং তার ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী এবং বাকি যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জাহিদের স্ত্রীতে মৃত ঘোষণা করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, 'দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'