থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২
থাইল্যান্ডে আবারও একটি নির্মাণ ক্রেন ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশটির রাজধানী ব্যাংককের কাছে সামুত সাখোন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, উড়াল সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে গিয়ে নিচের সড়কের ওপর আছড়ে পড়ে। এ সময় সড়কে থাকা অন্তত দুটি যানবাহন ক্রেনটির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই দুই জন মারা যান।
স্থানীয় থানার সুপারিনটেনডেন্ট পুলিশ কর্নেল সিথিপর্ন কাসি জানান, দুর্ঘটনায় আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
এর ঠিক একদিন আগেই গতকাল বুধবার (১৪ জানুয়ারি) একই ধরনের দুর্ঘটনা ঘটে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাচাসিমা প্রদেশে। এদিন একটি উড়াল হাই-স্পিড রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী চলন্ত ট্রেনের ওপর। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ট্রেনে থাকা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনা দুটি তদন্তাধীন রয়েছে।
