গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন সরকারের

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব।
কমিটিকে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ঘটনাগুলোর বিষয়ে প্রতিবেদন তৈরি করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, সহিংসতা, মৃত্যুর ঘটনা কিংবা যে কোনো অবৈধ কার্যকলাপে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।