এক দল প্রকাশ্যে, আরেক দল গোপনে সংস্কারের বিপক্ষে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে। ফলে সংস্কার নিয়ে এখনো সমঝোতা হয়নি।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, নির্বাচনে একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এটি সেই পুরোনো আওয়ামী বিভাজনের রাজনীতি। কিন্তু গণ-অভ্যুত্থান এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠেই হয়েছে। তাই রাজনীতির প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, 'এবারের ভোট সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনের। এবারের ভোট সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। পতিত স্বৈরাচার ছাড়া কারও না-ভোটের পক্ষে থাকার কথা নয়। এরপরেও একটি দল সংস্কারের বিপক্ষে না-ভোটের ক্যাম্পেইন করতে পারে।'
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুফল নিচ্ছে বিএনপি-জামায়াত। আগামী নির্বাচনেও তারা এটা নেবে। কিন্তু তারা গণ-অভ্যুত্থানের দায়িত্ব নিতে চায় না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা সাহায্যের জন্য তাদের কাছে গেলে তারা জাতীয় নাগরিক কমিটিকে (এনসিপি) দেখিয়ে দেয়।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব (মুখ্য সংগঠক) নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সংকট রয়েছে। দেশের জ্যেষ্ঠ রাজনীতিবিদরা বলছেন রাষ্ট্রে নাকি নিরাপত্তা নেই। নিরাপত্তার অন্তরায় কারা, সেটা অভ্যন্তরীণ না বহিরাগত—সেটা পরিষ্কার করতে হবে। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে উনি দেশে আসতে পারবেন। তাহলে নিরাপত্তার ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে।'
জাতীয় পার্টি প্রসঙ্গে বিএনপি ও জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'জাতীয় পার্টি সম্পর্কে বিএনপি ও জামায়াতকে একই অবস্থানে আসতে হবে। কোনো কুসুম কুসুম বিরোধিতা চলবে না। খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, তেমনি জাতীয় পার্টিও দায়ী।'
বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'যে নিজের পা নিজে কাটে, তার বিষয়ে আর কী বলব। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটতে হয়, সেটা খালেদা জিয়া দেখিয়ে গেছেন। কিন্তু যদি ভারতীয় প্রেসক্রিপশনে চলেন, তাহলে নিজের জালে নিজেরাই পেঁচিয়ে যাবেন। আমরা বিএনপির কল্যাণকামী।'
নির্বাচনের নেরেটিভ বা বয়ান প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা সংস্কারের পক্ষে ও বিপক্ষে—এই ভিত্তিতে নির্বাচন চাই। কিন্তু একটি পক্ষ সেটিকে ইসলামের পক্ষে ও বিপক্ষে বলে দাঁড় করানোর চেষ্টা করছে। এনসিপি কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চায় না।' তিনি সবাইকে এই ভুল রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।
দলীয় মনোনয়ন ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তারা কেউ এনসিপির মনোনয়ন পাবে না। ভারতের উদ্দেশে তিনি বলেন, 'আমরা ভারতকে বলব ইলেকশনে কোনো আন্ডার টেবিল নেগোসিয়েশন (গোপন সমঝোতা) হবে না। আমাদের ওপর আর দাদাগিরি চলবে না।'
