গোপালগঞ্জে আজ রাত ৮ থেকে আগামীকাল বিকেল ৬টা পর্যন্ত কারফিউ: প্রেস সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার ঘটনায়- গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে আগামীকাল বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে একথা জানিয়েছে্ন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংক্ষিপ্ত ওই স্ট্যাটাসে শফিকুল আলম জানান, "গোপালগঞ্জে আজ রাত ৮টা হতে পরবর্তী দিন বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারী করা হয়েছে।"
আজ বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের (এনসিপি) বলা হয়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু তাঁরা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই।
হামলার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেন।
পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন দাবি করেন, "প্রশাসন আমাদের পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খুনি হাসিনার কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের এখানে আসার পথেই বাধা দিচ্ছিল। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি। এমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রটোকল দিয়ে নিয়ে আসছিলাম। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে সমাবেশ করছিলাম। সমাবেশ করার পর বের হওয়ার সময় আওয়ামী লীগের গুন্ডারা মুহুর্মুহু গুলি শুরু করে। পুলিশ লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।"