এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ'কে কেন্দ্র করে পুলিশ ও ইউএনও'র গাড়িতে হামলা, আহত ৪
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা 'মার্চ টু গোপালগঞ্জ'কে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য এবং ইউএনও'র গাড়িচালক আহত হয়েছেন।
শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া এলাকায় এনসিপির 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি অংশ ঘটনাস্থলে সমাবেশ করে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে যৌথবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন—গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ পুলিশ সুপারের মো. মিজানুর রহমান বলেন, 'কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানিনা তবে আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে এবং একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত ওই তিন সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
ইউএনও'র গাড়িতে হামলা, ভাঙচুর
বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংসুর এলাকায় একটি দল সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর ও সমর্থকেরা তার গাড়িতে হামলা চালায়। এতে ইউএনওর গাড়িচালক মইন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান ইউএনবিকে বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
এর আগে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় আওয়ামী লীগ সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে শহর ও আশপাশের এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ বুধবার (১৬ জুলাই) 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচি পালন করার কথা জানায় সংগঠনটি।
এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল নেতারা সমাবেশস্থলে পৌঁছাননি। স্বল্প সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের সদস্যরা শহরজুড়ে টহল জোরদার করেছে। জেলার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও আহ্বায়ক নাহিদ ইসলাম 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচির কথা জানান। এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজেও কর্মসূচির ব্যাপারে নিশ্চিত করা হয়।
ফেসবুক পোস্টে সারজিস ও নাহিদ দুইজনই লেখেন, '১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!'
আরেক ফেসবুক পোস্টে সারজিস লেখেন, 'বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল (১৬ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।'