কর্ণফুলী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানায় শুক্রবার বিকেলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
'জ্যান্ট অ্যাকসেসরিজ'- নামের কারখানাটিতে দুপুর ২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'খবর পেয়ে আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।'
তিনি জানান, আগুন পুরোপুরি নেভানোর কাজ এখনও চলছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।