অর্থনীতির অবস্থা করুণ, দুর্ভিক্ষের আলামত দেখতে পাচ্ছি: রিজভী

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আশঙ্কা করছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যেতে পারে।
শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা বলেন, 'আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে এবং এই আলামত তৈরি হলে কেউ-ই কিন্তু রেহাই পাবে না। তখন হাততালি দিবে ওই পতিত ফ্যাসিস্টরা।'
তিনি বলেন, 'জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জবাবদিহিতা এখন নেই। অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা মনে করি জনসমর্থিত। শুধু আওয়ামী লীগ আর তাদের কয়েকটি দোসর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন করেছে। ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি। তবে দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে জনগণ আমাদেরকে ছেড়ে দেবে না।'
রিজভী বলেন, 'আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি। আমরা মানবিক সাম্য ন্যায় বিচারের জন্য লড়াই করছি। আমরা আইনের শাসনের জন্য লড়াই করছি। এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে।সেই মালিকানা আটকে রাখা তো বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়া।'
সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'বিএনপি'র পক্ষ থেকে তো সংস্কারবিরোধী কোনো কথা বলা হয়নি। সংস্কারের পক্ষেই বলা হয়েছে। আপনারা যে সংস্কারের কথা বলছেন বিএনপির ৩১ দফার মধ্যে প্রায় অনেক জিনিসই প্রতিফলিত হয়েছে। জুলাই সনদদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম ও মহাসচিব ড. এমতাজ হোসেন প্রমুখ।