ভারী বৃষ্টির কারণে বান্দরবানের লামার সব পর্যটনকেন্দ্র ফের বন্ধ ঘোষণা

ভারী বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুকি এড়াতে বান্দরবানের লামায় সব পর্যটনকেন্দ্র ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে গত ১ জুন ভারী বৃষ্টির কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামা মিরিঞ্জা ভ্যালির সব পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, 'কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির সম্ভাবনা রোধে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৭০ থেকে ৭৫ টি রিসোর্ট আজ ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।'
তিনি আরও বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্ট খুলে দেওয়া হবে।'
বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, 'দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গত ৭ জুলাই থেকে আজ ১০ জুলাই সকাল ৬ টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী শুক্র-শনিবার দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও আগামী রবিবার ১৩ জুলাই থেকে পুনরায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'