এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

প্রতিবারের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ থাকছে। প্রতি বিষয়ের জন্য ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
শুক্রবার (১১ জুলাই) থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা ১৭ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। এক্ষেত্রে শুধু টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যেভাবে আবেদন করবেন
ফলাফল পুনঃনিরীক্ষার জন্য মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণস্বরুপ, ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং গণিত-এর আবেদন করতে চাইলে Message অপশনে RSC DHA 123456 109 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড সিম মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> DHA <Space> Roll Number <Space>101, 102, 107, 108 লিখতে হবে।