টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও লাঙ্গলবন্দ সেতু, ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুতে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। এতে দেখা দিয়েছে যানজট। সময় বাড়ার সাথে সাথে তা ছড়িয়ে পড়েছে মহাসড়কের গজারিয়া অংশেও।
গতকাল বুধবার (৯ জুলাই) রাত দশটার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে যানজটের সৃষ্টি হয়, যা আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে।

ফলে যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী চাকরিজীবীরা।
কলেজ ছাত্র রিফাত হোসেন বলেন, "আজ আমাদের পরীক্ষা আছে। যানজটে দীর্ঘসময় আটকে থাকলাম। এখন বাধ্য হয়ে বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি।"

ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত খোকন মিয়া বলেন, "সকাল সাড়ে দশটায় আমার একটি গুরত্বপূর্ণ মিটিং আছে। সকাল আটটায় বাসা থেকে বের হয়েছি সাড়ে নয়টার মধ্যে আমার ঢাকায় থাকার কথা। কিন্তু এখন সকাল দশটা বাজে, যানজটের কারণে আমি মেঘনা ব্রিজের ওপর আটক আছি।"
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, "আমাদের গজারিয়া অংশে কোন সমস্যা নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়েছে। আমাদের লোকজন রাস্তায় আছে। আশা করি অল্প সময়ের ভেতর যান চলাচল স্বাভাবিক হবে।"

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খারাপ হওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে।
তিনি বলেন, "ক্ষতিগ্রস্ত ব্রিজ ও রাস্তা মেরামতের বিষয়টি আমরা সড়ক ও জনপথ বিভাগকে জানিয়েছি। তারা কাজ শুরু করেছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।"