তৃণমূল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে জিএম কাদেরের পাশে আছেন: শামীম হায়দার

তৃণমূল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পাশে আছেন বলে মন্তব্য করেছে দলের নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেছেন, 'গতকাল এক সংবাদ সম্মলনে বলা হয়েছে, কাউন্সিলে হেরে যাওয়ার ভয়ে নাকি জিএম কাদের কাউন্সিল করছেন না। কাউন্সিলে কারা থাকবেন? তৃণমূল নেতা-কর্মীরাই তো থাকবেন। তৃণমূল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে জিএম কাদেরের পাশে আছেন। কাউন্সিলে জিএম কাদেরের সাথে প্রতিদ্বন্দিতা করার মতো প্রার্থী কে?'
বুধবার (৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানীস্থ কর্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে শামীম হায়দার পাটোয়ারী এ কথা বলেন। এ সময় নেতা-কর্মীদের পাশে থেকে জাতীয় পার্টিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ সংবর্ধনার আয়োজন করে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সাথে বেঈমানী করেছিলেন। এ কারণেই জাতীয় পার্টি সাতবার ভেঙেছে। কিন্তু জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মী সবসময় জাতীয় পার্টির সাথেই ছিলেন। তৃণমূল নেতা-কর্মী কখনোই জাতীয় পাটির মূল স্রোতের বাইরে যাননি। গেল ২৫ জুন জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঢাকায় এসে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন। সেই দিনই জাতীয় পাটির্র আগামী দিনের পথচলার ফয়সালা হয়ে গেছে।'
নেতা-কর্মীদের উদ্দেশে শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'স্বল্প সময়ের মধ্যে আমরা সব বিভাগ, জেলা ও উপজেলায় যাব। প্রত্যেকটি ইউনিটে বর্ধিত সভা করা হবে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের জীবনে উন্নয়ন দিয়েছিলেন, আগামী দিনে দেশ ও মানুষের জীবনে উন্নয়ন দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।'
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা আছে ও ২০২৪ সালের গণহত্যার ইতিহাস আছে। কিন্তু জাতীয় পার্টির দেশ পরিচালনার সময়ে কোনো গণহত্যার রেকর্ড নেই। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে নিরাপদ মনে করে।