নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই: গোলাম পরওয়ার

নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের ভূমিকায় জনগণ এখনও সংশয়ে রয়েছে, যার ফলে নির্বাচনের জন্য এখনো সঠিক পরিবেশ সৃষ্টি হয়নি।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এই অবস্থা তৈরি করেছে, তারা ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স লুটসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।'
এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের দাবি জানান তিনি। পাশাপাশি প্রতিটি ভোটারের নিরাপদে ভোট দিয়ে বাসায় ফেরার নিশ্চয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ বাস্তবায়নে তার নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করে।
গোলাম পরওয়ার বলেন, 'জামায়াতে ইসলামী ৫ আগস্টের পর কখনো নির্বাচন পেছানো বা এগোনোর কথা বলেনি। আমরা বলেছি, সরকার যখনই নির্বাচন দেবে, জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না।'
তিনি জানান, জাতীয় সমাবেশ উপলক্ষে ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট বিশাল মঞ্চ তৈরি করা হবে। প্যান্ডেলের ভেতরে থাকবে এলইডি প্রজেক্টর ও সিসিটিভি ক্যামেরা। অংশগ্রহণকারীদের জন্য ওজু ও টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াও থাকবে গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা।
'ঢাকা চল' স্লোগানে দেশবাসীকে মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, 'আমাদের উত্থাপিত ৭ দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। দলমত, ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাইকে এই মহাসমাবেশ সফল করতে আহ্বান জানাচ্ছি।' একইসঙ্গে তিনি সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।