নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, নতুন বাংলাদেশ গড়ায়—কারিগরি শিক্ষার্থীরা সামনের সারিতে থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবেন কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় এসেছে। আমাদের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। বিজ্ঞান শিখতে হবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়ন করতে হবে। রাষ্ট্রও চায় তারা যেনো কারিগরি দক্ষতা গ্রহণ করে।
আজ সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এস.এস.সি ভোকেশনার স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই মাস আমাদের গর্বের মাস। এই মাসে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাচ্ছি। বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্যদিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছেন।
তিনি আরো বলেন, নির্বাচিত হয়ে যারা পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে আসবে তারা এবং আমরা মিলে জনগণের যে স্বপ্ন, সমাজকে ঢেলে সাজানোর যে স্বপ্ন সেটি নিয়ে কাজ করব।
জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান।