জাতীয় নির্বাচন করার সুযোগ পেলে আ.লীগ ১৫% ভোট পেতে পারে: সানেম জরিপে তরুণদের অভিমত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ১৫.০২ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করেন বাংলাদেশের একটি তরুণ অংশ—এমনটাই উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক নতুন জরিপে।
আজ (৭ জুলাই) প্রকাশিত জরিপের ফলাফলে দেশের তরুণদের রাজনৈতিক মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
২০২৬ সালের প্রথমার্ধে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়।
এর পর থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ও সংবিধান সংস্কারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে বিশেষ সংস্কার কমিশন গঠনও রয়েছে।
২০২৫ সালের ১০ মে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অনলাইন ও অফলাইন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট 'প্রকাশনা, গণমাধ্যম সামগ্রী, প্রচারাভিযান, সভা বা মিছিল' নিষিদ্ধ থাকবে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে অভিযোগগুলোর সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ের গণবিক্ষোভ চলাকালে শত শত বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা জড়িত।
এছাড়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ২০২৪ সালের অক্টোবরে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে সংগঠনটির বিরুদ্ধে।
এদিকে গণঅভ্যুত্থান থেকে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে।