বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকলেও দেশের প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গড়ে উঠেছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, 'রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিচারপতিরা সময়ে সময়ে সার্কিট বেঞ্চ স্থাপন করতেন। এর পরিবর্তে এখন বলা হচ্ছে যে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে।'
এজন্য সংবিধানের ১০০ অনুচ্ছেদে সংশোধন প্রয়োজন হবে বলেও জানান তিনি।
আলী রীয়াজ আরও বলেন, 'জরুরি অবস্থা নিয়ে এদিন আলোচনা হয়নি, কারণ ঐক্যমত কমিশনের প্রস্তাবনাটি ছিল এনসিসি ভিত্তিক, যা বর্তমানে আর কার্যকর নেই। ফলে বিগত আলোচনার ভিত্তিতে ঐক্যমত কমিশন নতুন করে জরুরি অবস্থা বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করবে।'
তিনি জানান, আগামী তিন দিন ছুটি থাকায় কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহে আলোচনা আরও অগ্রগতির দিকে যাবে।
আলী রীয়াজ বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃবৃন্দ আন্তরিকতা, হৃদ্যতা ও সহযোগিতার সাথে কাজ করছেন, একত্রে কথা বলছেন এবং ঐক্যমতে পৌঁছাতে পরস্পরকে ছাড় দিচ্ছেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে এবং কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।'