সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
মানিকগঞ্জ ডিবির একটি দল তাকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে।

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের বিষয়টি টিবিএসকে নিশ্চিত করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, মানিকগঞ্জ ডিবির একটি দল তাকে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ।
নাঈমুর রহমান দুর্জয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন।