বিএনপির শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, 'জুলাই ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক এই আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।
বিএনপি ইতোমধ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল ৩০ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৬ আগস্ট পর্যন্ত।