বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতা ও দুর্ব্যবহারের অভিযোগ, জুলকারনাইনের ভিডিও প্রকাশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহার, অস্ত্র অবহেলায় ফেলে রাখা এবং মালামাল চুরির অভিযোগ তুলেছেন জুলকারনাইন সায়ের।
গতকাল (২৭ জুন) নিজের ফেসবুক পেজে সাত মিনিট ১১ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও পোস্ট করে তিনি এসব অভিযোগ করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন হলো মানিকজোড় — এরা একে অন্যকে ছাড়া কমপ্লিট হয়না বা পূর্ণতা পায় না।'
তিনি আরও লেখেন, '৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময় থেকে দেশের প্রধান বিমানবন্দরে যাত্রী ও স্বজনদের কীভাবে নিরাপত্তাকর্মীদের হাতে আক্রান্ত হতে হয়েছে, কারা মালামাল চুরি করছে—এসব প্রকাশের মাধ্যমেই যেন পরিবর্তনের সূচনা হয়।'
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা যাত্রী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, চালকদের হয়রানি করছেন এবং আগ্নেয়াস্ত্র অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছেন। এছাড়া, কাস্টমসের গুদাম থেকে তিনজন বহিরাগতকে মালামাল চুরি করতে দেখা যায়।