২৯ তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ২১ জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৯ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশ প্রাপ্ত ২১ জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ ও নিয়োগের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ জুন) দুদকের কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন।
তিনি জানান, নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারে ১ জন, শুক্ল ও আবগারী ক্যাডার ৪ জন, ইকোনোমিক ক্যাডারে ২জন, পরিবার পরিকল্পনা ২ জন, পররাষ্ট্র ক্যাডারে ১ জন, পুলিশ ক্যাডারে ২ জন , কর ক্যাডার ৩ জন, সাধারণ শিক্ষা ক্যাডার ১ জন।