প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আগামী বৈঠকে ঐক্যমত্য হতে পারে: আলী রীয়াজ

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আগামী বৈঠকে ঐক্যমত্য হতে পারে বলে জানান জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার (২২ জুন) তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে তিনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে আসবেন। তারা বলছেন প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নটি এনসিসি ও উচ্চকক্ষের সঙ্গেও সম্পর্কিত। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কাছাকাছি আসা গেছে। আমরা আশা করছি পরবর্তী সভায় ঐক্যমতে আসা যাবে।
তিনি জানান, বিএনপি, বিএলডিপি ও এনডিএম এই তিনটি দল ভিন্নমত জানিয়েছে। তাদের তিনটি দলের অবস্থান তিনরকম।
সংবিধানের মূলনীতি প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে প্রস্তাব দেওয়া হয়েছিল, আজকের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট বিবেচনায় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে লিখিত একটি প্রস্তাবনা নিয়ে আসা হবে, যা আজকের আলোচনার প্রতিফলন ঘটাবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার সুযোগ দেওয়ার জন্যে আগামী ২ দিন বৈঠক মূলতবি রাখা হয়েছে। আশা করছি এর পরে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সিদ্ধান্তে আসা যায়নি। আমরা লিখিত প্রস্তাবে এবং ৩১ দফায় যা ছিল সেটাই পুনর্ব্যক্ত করেছি।
তিনি বলেন, আমরা আরেকটা প্রস্তাব করেছিলাম যে একজন ব্যক্তি লাইফটামে সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হতে পারবেন। এটা স্পেসিফিক কোনো বছর বলতে পারিনি। কারণ এটা আমার দল থেকে আলোচনা করে আসতে হবে। এজন্য একইসঙ্গে এনসিসি, আপার হাউজ নিয়ে আলোচনার দরকার আছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, এজন্য প্যাকেজ আলোচনার দরকার আছে৷ এজন্য দুইদিন সময় দেওয়া হয়েছে দলীয় ফোরামে আলোচনা করার।
রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, এখন মূলনীতি কীভাবে ডিসাইড করবে। অনেকেই পঞ্চদশ সংশোধনীর কথা বলা হয়েছে। হাইকোর্ট রায় অনুসারে পরবর্তী পার্লামেন্টে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। যদি আমরা ম্যান্ডেটপ্রাত হয় তাহলে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার, গণতন্ত্র যুক্ত করবো।
তিনি বলেন, আমরা পঞ্চদশ সংশোধোনীর পূর্বের অবস্থায় যেতে চাই। যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে এবং আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস আছে। আমরা পঞ্চদশ সংশোধনী মানি না।
ঐক্যমত হওয়া নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এখনও হতাশ হতে চাই না। জাতীয় ঐক্যমত কমিশন প্রচণ্ড চেষ্টা করছে। আমাদের আহ্বান থাকবে যেন আমরা নূন্যতম বিষয়ে ঐক্যমত হতে পারি।
জামায়াত জামায়াত ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধানমন্ত্রী তার লাইফটাইমে ১০ বছরের বেশি থাকতে পারবেনা। এব্যাপারে বিএনপি ভিন্নমত জানিয়ে সময় চেয়েছে। আমাদের লক্ষ্য দুইটা যে সরকারের স্থিতিশীলতা এবং কেউ যেন ফ্রাংকেস্টাইন না হয়।
তিনি বলেন, মূলনীতির বিষয়ে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার বিচারের প্রতি একমত হয়েছি। পঞ্চদশ সংশোধনীর আগে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। কিন্তু বামপন্থী দলগুলো এর বিরোধিতা করেছে।
তিনি আরও বলেন, এচিভমেন্ট আর নট ফ্রাস্ট্রেটিং, উই আর ভেরি হোপফুল। আমরা ধীরে ধীরে ক্লোজার হচ্ছি।
জাতীয় ঐক্যমত কমিশনে নিম্নকক্ষের নির্বাচন পদ্ধতি হিসেবে পিআর সিস্টেম নিয়ে আলোচনার দাবি জানিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, মোটামুটি ঐক্যমতে আসা গিয়েছিল প্রধানমন্ত্রী ১০ বছরের জন্য। কিন্তু বিএনপিসহ ৩টি দল বিরোধিতা করেছে। সংবিধানের মূলনীতি নিয়ে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। কিন্তু অধিকাংশ দল বলেছে ৭২ এর সংবিধানের মূলনীতি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মানানসই নয়।
তিনি বলেন, যারা পাকিস্তানের সংবিধান লিখার জন্য দায়িত্ব পেয়েছিল তারাই বাংলাদেশের সংবিধান লিখেছিল। এছাড়া ভারতের তিন মূলনীতির সঙ্গে আমাদের মূলনীতি মিলে গিয়েছিল।
তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু গণতন্ত্র থাকলে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থাও রাখতে হবে।
গাজী আতাউর রহমান বলেন, সমস্যার মূল জায়গা হলো নির্বাচন। নিম্নকক্ষের পিআর নির্বাচনকে এজেন্ডায় রাখার দাবি জানিয়েছি।
দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, পিআর পদ্ধতিতে শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে। এতে পার্লামেন্ট হবে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরী।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স বলেন, সবাই মনে করে এই মূলনীতি একটি বিশেষ দলের। সংবিধানে অসম্পূর্ণতা আছে সেটা ঠিক তবে ৭২ এর মূলনীতিতে আমরা অনড়। সেখানে শুধু স্বাধীনতা বিরোধিরা বিরোধিতা করেছে। প্রয়োজনে মূলনীতির সঙ্গে আরও কিছু যোগ করা যেতে পারে কিন্তু এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
মূলনীতি পরিবর্তন করে ঐক্যমতে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।