আগের ভয়ের সংস্কৃতির কারণে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে এখনও হতবম্ব: মানবাধিকারকর্মী নূর খান

আগের ভয়ের সংস্কৃতির কারণে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে এখনও হতবম্ব বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী নূর খান লিটন।
রাজনৈতিক মত সীমিতভাবে প্রকাশ করা নিয়ে আজ (১৯ জুন) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) তিনি বলেন, গত ১৫ বছর স্বৈরাচারী শাসকের দমন-পীড়নের কারণে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করার চিন্তা করতে ভুলে গিয়েছিল। এখনও তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আগের ভয়ের সংস্কৃতির কারণে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে এখনও হতবম্ব।
তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ রাজনৈতিকভাবে এখনও সেভাবে সচেতন নন। যারা একটুও রাজনৈতিক চিন্তা করে তারা গত ১৫ বছর নানাভাবে চাপের মুখে ছিল। এখনও তারা কিছু চাপ বোধ করে আগের মানসিকতার কারণে। তবে এই মানসিকতা ধীরে ধীরে কেটে যাবে, এর জন্য দরকার প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক নির্বাচিত সরকার।
নূর খান লিটন বলেন, গত ৫ ই আগস্ট যে চিন্তার ভিত্তিতে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেই চিন্তা যদি বর্তমান সরকার ও আগামীর নির্বাচিত সরকার বহন করে দেশ পরিচালনা করে, তাহলে মানুষ রাজনৈতিকভাবে মতামত প্রকাশ করার প্রবণতা বৃদ্ধি পাবে।