রাতে নিজ এলাকায় একা চলাফেরায় পুরুষদের চেয়ে নারীরা কম নিরাপদ বোধ করেন: জরিপ

সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে পুরুষদের তুলনায় নারীরা কম নিরাপদ বোধ করেন বলে জরিপে উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ বৃহস্পতিবার 'সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করেছে বিবিসিএ। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলায় এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপে দেখা গেছে, ৮৪.৮১ শতাংশ নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। তবে, পুরুষদের (৮৯.৫৩ শতাংশ) তুলনায় নারীরা (৮০.৬৭ শতাংশ) কম নিরাপদ বোধ করেন।
শহরাঞ্চলের নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ (৮৩.৭৫ শতাংশ) গ্রামীণ এলাকার নাগরিকদের তুলনায় কিছুটা কম (৮৫.৩০ শতাংশ) বলে জরিপে উঠে এসেছে।
অপরদিকে সন্ধ্যার পর নিজ বাড়িতে নিরাপদ বোধ করেন ৯০.০৫ শতাংশ পুরুষ, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার ৯১.৮২ শতাংশ।