হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয়।
একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যা চেষ্টা মামলায়ও আইভীকে আটক দেখায় পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, 'সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজল হত্যার ঘটনায় আইভী হুকুমের আসামি। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।'
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুটি মামলার এজাহারে আইভীর কোনো সম্পৃক্ততার উল্লেখ নেই। দুটি মামলায় আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই।
তিনি আরও বলেন, এক মামলায় রিমান্ড ও জামিন আবেদন এবং অপর মামলায় জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি হত্যা মামলা।