পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দুদককে প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি
সোমবার দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

ছবি: সংগৃহীত
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রশিক্ষণ দিবে যুক্তরাজ্যের জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
সোমবার দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি জানান, এনসিএ থেকে একজন প্রশিক্ষক সময় দিবেন।
এসময় তিনি বলেন, 'পাচার করা টাকা ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য খুবই কম। যেটা সাফল্য ধরা হয় সেটা নিয়েও বাজারে অনেক প্রশ্ন রয়েছে। তবে আমরা আশা করি বিদেশে যে সম্পদ পাচার হয়েছে তা আমরা ফেরত আনতে পারবো।'